বৃষ্টির ছড়া
(ফররুখ আহমদ)
বৃষ্টি এল কাশ বনে
জাগল সাড়া ঘাস বনে,
বকের সারি কোথা রে
লুকিয়ে গেল বাঁশ বনে।
নদীতে নাই খেয়া যে,
ডাকল দূরে দেয়া যে,
কোন সে বনের আড়ালে
ফুটল আবার কেয়া যে।
গাঁয়ের নামটি হাটখোলা,
বিষটি বাদল দেয় দোলা,
রাখাল ছেলে মেঘ দেখে,
যায় দাঁড়িয়ে পথ-ভোলা।
মেঘের আঁধার মন টানে,
যায় সে ছুটে কোন খানে,
আউশ ধানের মাঠ ছেড়ে
আমন ধানের দেশ পানে।
এখন আর এই কবিতা বইতে পাওয়া যায় না,
ReplyDeleteকত সুন্দর ছড়া, ছোটবেলায় কবিতা পড়তাম বৃষ্টি আসলেই,
ReplyDelete2013 সালে বই চেঞ্জ হওয়ার পরে থেকে এ কবিতা বাদ পড়ে গেছে
ReplyDeleteKon class er boi e cilo
Deleteছোটো বেলার স্মৃতি লুকিয়ে কবিতার ভিতর
ReplyDeleteনস্টালজিক
ReplyDelete